ক্যাম্পাস

ইবির প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে (পূর্বাচল) এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা নানা ধরনের খেলাধুলা, পিঠা উৎসবসহ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।