পুরুষ নির্যাতন নিয়ে অপরাধ, ভুক্তভোগী ও বিচারব্যবস্থার ওপর একটি সমসাময়িক গবেষণা উপস্থাপন করেছেন টিএম আব্দুল্লাহ-আল-ফুয়াদ।
শনিবার (১১ জানুয়ারি) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 3rd International Conference on Advancement of Life Sciences 2025 (ICALS 2025) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই গবেষণা উপস্থাপন করেন। তার গবেষণার শিরোনাম ছিল ‘Prevalence and Response to Domestic Violence Against Men in Bangladesh: A Criminal Justice Perspectiv’।
গবেষণায় ফুয়াদ দেখিয়েছেন, বাংলাদেশে পুরুষ নির্যাতন একটি অপ্রচলিত ও অবহেলিত বাস্তবতা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮৫টি পরিবারের ওপর করা জরিপে উঠে এসেছে, ২১.৩ শতাংশ পুরুষ গৃহস্থালি নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি মানসিক নির্যাতন (৬৩.৫%), তারপরে শারীরিক নির্যাতন (২৮.২%)। তবে নির্যাতনের শিকার ৭৮ শতাংশ পুরুষ সহায়তা চাইতে দ্বিধা করেছেন। কারণ হিসেবে ওঠে এসেছে সমাজের কলঙ্কের ভয় এবং বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস। যারা বিচার ব্যবস্থার সহায়তা চেয়েছেন, তাদের অনেকেই তদন্তে দীর্ঘসূত্রিতা, আইন প্রয়োগকারীদের সংবেদনশীলতার অভাব এবং লিঙ্গবৈষম্যের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
গবেষণা উপস্থাপনার সময় ফুয়াদ বলেন, “বাংলাদেশের মতো পিতৃতান্ত্রিক সমাজে পুরুষ নির্যাতন একটি গোপন সত্য। এটি সামাজিক ও মানসিকভাবে ভয়াবহ প্রভাব ফেলে। লিঙ্গ-নিরপেক্ষ নীতি এবং বিচারব্যবস্থার সংস্কার এ সমস্যার সমাধানে অত্যন্ত জরুরি।”