মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কায় গুরুতর আহত রাকিব বেপারী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।
শনিবার (১১ জানুয়ারি) উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেয়ামুল আকন এ তথ্য জানান।
নিহত রাকিব পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা ছিল।
এলাকাবাসী জানান, অভাবের কারণে পড়ালেখা ছেড়ে সংসারের হাল ধরতে রাকিব কিছুদিন ধরে ভ্যান চালাচ্ছিল। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সমিতিরহাট চৌরাস্তার মোড়ে একটি মোটরসাইকেলের সঙ্গে রাকিবের ভ্যানের ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়।
পূর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান নেয়ামুল আকন বলেন, “রাকিব অল্প বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।”