পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়িতে আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল হামিদ ওই গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তিনি উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেনের বাবা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদসহ পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে আশপাশের লোকজনের চিৎকারে আব্দুল হামিদ এর ছোট ভাই ফজলুল হক ঘুম ভাঙে। তিনি দেখতে পান তার বড় ভাইয়ের বসতঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগা টের পেয়ে ওই পরিবারের সকলেই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইসিসে আক্রান্ত আব্দুল হামিদ বের হতে পারেননি। ফলে ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ও নিহতের মরদেহ উদ্ধার করে।
কৃষকদল নেতা মাহবুব হোসেন জানান, তার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইস রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমাদের গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। তবে আমরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করার পর সব কাজ শেষে আমরা ফিরে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।”
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনা জানাতে পেরে ভাঙ্গুড়া থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যুসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”