চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণায় তেমন চমক রাখল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেই নতুন কোনো মুখ কিংবা পরিকল্পনার বাইরে থাকা কোনো নাম।
আজ রোববার (১২ জানুয়ারি, ২০২৫) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেন। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকবে তা আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন। তার নেতৃত্বেই এবার বড় কিছুর প্রত্যাশায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি। ইনজুরির কারণে খেলতে না পারা মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় স্কোয়াডে ফিরেছেন। তবে বাদ পড়েছেন লিটন কুমার দাস।
অধিনায়ক শান্ত তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে চেয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা না থাকায় তামিম আগেভাগেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। সাকিবের বিভিন্ন ইস্যু থাকায় খেলার সুযোগ হচ্ছে না।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেন হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি যার প্রথম নাম ছিল আইসিসি নকআউট ট্রফি, শুরু হয়েছিল বাংলাদেশ থেকে ১৯৯৮ সালে। পরবর্তীতে এর নাম দেওয়া হয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ সালের পর ‘‘মিনি ওয়ার্ল্ড কাপ’’ খ্যাত এই প্রতিযোগিতা আবার মাঠে গড়াতে যাচ্ছে। র্যাংকিংয়ের শীর্ষ আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে শিরোপার লড়াইয়ে।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
সবশেষ আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সেরা চারে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু ভারতের কাছে হারে সেখানেই থেমে যায় যাত্রা। আইসিসির যেকোনো ইভেন্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।
শান্তর নেতৃত্বে বাংলাদেশ এবার কতদূর যেতে পারে সেটাই দেখার।