বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রউফ নামে এক যুবক নিহতের মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর আল মাহমুদ শরীফ তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল ৮ জানুয়ারি মহিউদ্দিনকে উত্তরা-৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরেরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানার সাত নম্বর সেক্টরে গুলিতে রউফ নিহত হয়। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।
২০২০ সালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন শফিউল ইসলাম।