আইন ও অপরাধ

বিডিআর হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলার বিচার চলবে কেরাণীগঞ্জে

বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে নেওয়া হল বিডিআর মামলার বিচারকাজ। এখন থেকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে বিচার অনুষ্ঠিত হবে।

রবিবার (১২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলাটি ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করা হল। 

৮ জানুয়ারিও একই জায়গার মামলার বিচার চলবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। ৯ জানুয়ারি ছিল মামলার ধার্য তারিখ। তবে, নানা নাটকীয়তার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিচারকাজ চলবে বলে আদালত সূত্রে জানা যায়।

এদিকে, আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত বন্ধের দাবিতে ৮ জানুয়ারি রাত থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে ৯ জানুয়ারি ভোরে এজলাস কক্ষ আগুনে পুড়িয়ে দেয়া হয়।

আলিয়া মাদ্রাসার আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, ভোরে বহিরাগতরা এসে আদালতের এজলাস কক্ষে আগুন দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে ওইদিন মামলার বিচারকাজ অনুষ্ঠিত হয়নি। আগামী ১৯ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।