সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১২ জানুয়ারি) এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে, গত শনিবার এ ঘটনা ঘটে।
চৌহালী উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লা বলেন, ‘‘অভিযুক্ত বিএনপির নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নেটিশ দেওয়া হয়েছে।’’
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা বলেন, ‘‘আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে পরে কথা বলব।’’
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার এক স্কুলছাত্রকে ধর্ষণ করেন জুয়েল রানা। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ হতে থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দেন।
এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘‘লোকমুখে বিষয়টি শুনেছি। তবে, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’