সারা বাংলা

যশোরে আ. লীগের ঝটিকা মিছিল

যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর শহরের আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে সেটি শহরের জিরো পয়েন্ট দড়াটানায় গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু মিছিলে নেতৃত্ব দেন। এতে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনুকূলে বিভিন্ন স্লোগান দেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর এটি যশোরে আওয়ামী লীগের প্রথম মিছিল ছিল।

আসামিপক্ষের আইনজীবী রুহিন বালুজ জানান, মামলার নিয়মিত হাজিরার অংশ হিসেবে আসামিরা আদালতে হাজিরা দেন।

শেখ আাতিকুর বাবু জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া এবং ’৭২-এর সংবিধান নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) নূরে আলম কোনো মন্তব্য করতে রাজি হননি। 

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট যশোর বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করে ও নাম না জানা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। পরে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।