আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। স্থানীয় গণমাধ্যম তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর দেয়নি।

জাপান জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টা ১৯ মিনিটের পরপরই কিউশু দ্বীপের মিয়াজাকি প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় কোচি প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশটির আবহাওয়া সংস্থা এক্স পোস্টে জানিয়েছে, স্থানীয় দুটি বন্দরের কাছে ২০ সেন্টিমিটারের দুটি ছোট সুনামি শনাক্ত করা হয়েছে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্থানীয়দের সমুদ্রে যেতে বা উপকূলের কাছাকাছি না আসার আহ্বান জানানো হয়েছে।

প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত ‘রিং অব ফায়ার’ বরাবর চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর জাপান অবস্থিত। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে ২০২৪ সালের নববর্ষের দিন নোতো উপদ্বীপে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে জাপানের সবচেয়ে বড় ওই ভূমিকম্পে প্রায় ৪৭০ জন মারা যায়, যাদের বেশিরভাগই ছিলেন প্রবীণ বাসিন্দা।