খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্বৃত্তের ছোড়া রাবার বুলেটে মো. রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি বাজার মসজিদ এলাকার গোদারপাড়ে এ ঘটনা ঘটে।
আহত রাশেদুল ইসলাম মুসলিমপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহিমের (হুজুর) ছেলে ও মানিকছড়ির স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি বাজার মসজিদ সংলগ্ন রাজার গোদার পাড়ে বড় ভাই তানভীর ও রাশেদুল ইসলাম বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তের ছোড়া রাবার বুলেট তার পায়ে এসে লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বসে থাকা অবস্থা কে বা কারা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে অনুসন্ধানে জানার চেষ্টা চলছে।