কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মধুরছড়া ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধুছড়া ক্যাম্পের একটি বাথরুমের ভেতর থেকে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারা উভয় মা ও মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমান ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।