ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের পরিচিত মুখ বাসন্তী চ্যাটার্জি। গত বছর গুরুতর অসুস্থ হয়ে কয়েক দফা হাসপাতালে ভর্তি ছিলেন। এবার পড়ে গিয়ে পাঁজরের হাড় ভাঙলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল যোগাযোগ করে বাসন্তী চ্যাটার্জির সঙ্গে। কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। একদিকে অসুস্থ, অন্যদিকে তার পাশে নেই পরিবারের কেউ। গৃহপরিচারিকা তার দেখাশোনা করছেন বলেও জানান ছিয়াশির বাসন্তী।
শারীরিক অবস্থা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “খুব ব্যথা। নড়তে পারছি না। পাঁজরের হাড় ভেঙেছে। ডাক্তাররা কীসব পানি বের করেছে। পরিচারিকা মেয়েটা দেখাশোনা করছে। কিন্তু আমি যে আর পারছি না। সমানে ঠাকুরকে বলছি ব্যথাটা কমিয়ে দাও।”
বাসন্তী চ্যাটার্জির এক ছেলে এক মেয়ে। সবাই যার যার সংসার নিয়েই ব্যস্ত। বাসন্তী চ্যাটার্জিও আলাদা বাড়িতে একাই বসবাস করেন। গত বছর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ছেলে-মেয়ে নন, তাকে ভর্তি করেছিলেন গাড়ি চালক। মাত্র একদিন ছেলে-মেয়েরা তাকে দেখতে গিয়েছিলেন। পরে হাসপাতালের বিল পরিশোধ করেন গাড়ি চালক মলয় চাকির।
বর্তমানে বাসন্তী চ্যাটার্জি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় এ নাটকের শুটিংও বন্ধ। স্বাভাবিকভাবে তার উপার্জনও বন্ধ বলে জানান এই অভিনেত্রী।
আপাতত নিজের ছেলের মতো বাসন্তী চ্যাটার্জিকে আগলে রেখেছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। দ্য ওয়ালকে তিনি বলেন, “থাইয়ের কাছে বেডসোর-এর মতো হয়েছে। স্নেহাশীষদা খুব সাহায্য করছেন। কিন্তু বাসন্তীদির ওষুধ খরচ এত! কাজে যেতে না পারলেন তার তো উপার্জনও নেই। তাই যদি কেউ একটু উনাকে অর্থসাহায্য করেন তবে খুব উপকার হয়।” পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন করেছেন ভাস্বর।
দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে আক্রান্ত বাসন্তী চ্যাটার্জি। গত বছর তার বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেত্রীর একটি কিডনিও সচল নেই। ফলে প্রতি মাসে ২০ হাজার রুপি ব্যয় ঔষুধের জন্য। তার মধ্যে পাঁজরের হাড় ভেঙে নতুন সংকটে পড়েছেন এই অভিনেত্রী।
আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন। বর্তমানে স্টার জলসার ‘গীতা এলএলবি’ অভিনয় করছেন। ইতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনেতা সুপ্রিয় দত্ত ওরফে অগ্নিজিৎ মুখার্জির মায়ের চরিত্র রূপায়ন করছেন বাসন্তী।