অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জানুয়ারি) সূচকের সামান্য পতনের মধ‌্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৪০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত আছে ৮৪টির।

এদিন ডিএসইতে মোট ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৬১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.২০ পয়েন্ট বেড়ে ৯৩৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭.৬৮ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

দিনশেষে সিএসইতে ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।