চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইংরেজি নতুন বছর উপলক্ষে তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। সংগঠনটির পরিচিতি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ উৎসব শুরু হয়। চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রকাশনা উৎসব।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা উৎসবে মোট পাঁচটি স্টলে ২ শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। স্টলগুলোতে শিবিরের বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টিকার, লিফলেট, ক্যালেন্ডার ও জুলাই আন্দোলন বিষয়ক ম্যাগাজিন রয়েছে।
প্রকাশনা উৎসবে আসা শিক্ষার্থী মো. রাকিব বলেন, “ফ্যাসিজম পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের শিক্ষা, বুদ্ধিভিত্তিক ও ক্যারিয়ারমূলক কার্যক্রম আয়োজন করছে, তা সত্যি প্রশংসার দাবিদার। বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলোর উচিত এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করা।”
তিনি বলেন, “গত ১৬ বছর ট্যাগিং, ব্লেমিং এবং মাইনাস ফরমুলার যে রাজনীতি ছিল, তাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা শিবির সম্পর্কে জানার কোন সুযোগ পায়নি। ছাত্র সংগঠনগুলো যদি এমন বুদ্ধিভিত্তিক উদ্যোগগুলো গ্রহণ করে, তাহলে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠন সম্পর্কে জানতে পারবে। যেটা গণতান্ত্রিক চর্চা বুদ্ধিভিত্তিক আন্দোলন ও আগামী দিনের রাজনীতিতে সুফল বয়ে আনবে বলে আমার বিশ্বাস।
এ বিষয়ে চবি ছাত্রশিবিরের স্কুল সম্পাদক ইয়াছিন মো. মুজতাহিদ বলেন, “মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। আমাদের কাজ হচ্ছে, শিক্ষার মাধ্যমে সবার মাঝে ইসলামের বাণী পৌঁছে দেওয়া। আমরা দীর্ঘ ১ যুগ পর চবি ক্যাম্পাসে প্রকাশ্যে নববর্ষ প্রকাশনা প্রোগ্রাম করতে পেরেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা এমন প্রোগ্রাম কখনও করতে পারিনি।”
তিনি বলেন, “আমাদের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নানা গুজব ছড়ানো হয়েছে। শিবির সম্পর্কে সঠিক তথ্য সাধারণ শিক্ষার্থীদের জানতে দেওয়া হয়নি। শিবিরের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতেই আমাদের এ আয়োজন।”
চবি শিবিরের সাংস্কৃতিক সম্পাদক হারেছ মাতব্বর বলেন, “ফ্যাসিস্ট পরবর্তী সময়ে আমাদের সংগঠনের কাজগুলো সুন্দরভাবে করতে পারছি। আশা করি, এ নববর্ষ প্রকাশনা প্রোগ্রামের মাধ্যমে দাওয়াতের কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারব। আমাদের নামে বিগত ফ্যাসিস্ট সরকার যে প্রপাগাণ্ডা ছড়িয়েছে, আমরা শিক্ষার্থীদের মাঝে সে বিষয়ে সঠিক তথ্য জানাতে পারব।”