সারা বাংলা

মানিকগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামের এক বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লায়লা আরজু ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সেকেন্দার আলী জানান, সকালে স্ত্রীকে বাসায় রেখে বাজারে যান তিনি। ফিরে এসে খাটের ওপর স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

ওসি বলেন, ‘‘দুর্বৃত্তরা এক বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় বাসার কাজের মেয়ে ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’’