চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২০ জানুয়ারি দ্বিপক্ষীয় সফরে চীনে সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিন দিনের এই সফরে অর্থনীতি, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিস্তা প্রকল্পের বিষয়ে চীনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর-সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন উপদেষ্টা।
চীন সফরকালে ঋণের সুদহার কমানোসহ পরিশোধের মেয়াদ ৩০ বছর করতে প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন মো. তৌহিদ হোসেন।
আরো পড়ুন: ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “অর্থনৈতিক বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। বাজেট সহায়তার প্রস্তাব করা হবে। আলাপ-আলোচনার মধ্যে অর্থনৈতিক বিষয়গুলো আসবে। চীনের সঙ্গে বিপুল পরিমাণ ব্যবসা হয়, বেশিরভাগই আমদানিনির্ভর।”
তিনি বলেন, “ঋণের শর্ত নিয়ে আলাপ হবে, যেমন: সুদ কমানো, ঋণ পরিশোধের সময় বাড়ানো। কমিটমেন্ট ফি তুলে দেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ।”
“আমাদের কিছু প্রকল্পে ঋণের সময়সীমা ১৫ বছর, কোনো ঋণের সময়সীমা ২০ বছর আছে। আমরা চেষ্টা করব এই সময়সীমা ৩০ বছর করতে।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিস্তা প্রকল্প নিয়ে না হলেও নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে শেষ হয়ে যাওয়া এমওইউ নবায়ন করা হবে। এ সফরেই এই সমঝোতা স্মারক সই হবে।”
চলতি বছরে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করা হবে বলেও জানিয়েছেন মো. তোহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, “সফরে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। কারণ, মিয়ানমারের ওপর চীনের অনেক প্রভাব আছে।”