ক্যাম্পাস

রাজশাহী কলেজে তারুণ্যের উৎসব শুরু

রাজশাহী কলেজে স্থানীয় ঐতিহ্য, সাহিত্য ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শনের লক্ষ্যে তিন দিনব্যাপি তারুণ্যের উৎসব-২০২৫ শুরু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। উৎসব উপলক্ষে আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের তারুণ্যের উৎসবের অঙ্গিকার, শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ, পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জন, স্যোশাল বিজনেস সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়ার সঞ্চলনায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, “পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও উদ্যমী হয়ে উঠতে হবে। বর্তমানে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিকের ব্যবহার বন্ধে আমাদের বিকল্প পদ্ধতি অনুসরণের দিকে নজর বৃদ্ধি করতে হবে।”

তিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা সচেতন ও উদ্যমী হলে প্লাস্টিকের ব্যবহার বন্ধে নতুন দিগন্তের সৃষ্টি হবে।”