জাতীয়

সংস্কার প্রস্তাব বাস্তবায়নের রোডম্যাপ এক মাসের মধ্যে: রিজওয়ানা

সংস্কার কমিশনগুলোর দেওয়া প্রস্তাব বাস্তবায়নে আগামী এক মাসের মধ্যে একটি রোডম্যাপ তৈরি করার চিন্তা রয়েছে অন্তর্বর্তী সরকারের।

বুধবার চারটি সংস্কার কমিশনের সুনির্দিষ্ট সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর বিকেলে এই বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

“এক মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ তৈরি করতে সক্ষম হব বলে মনে করি,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টার দপ্তর সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রেস সচিব শফিকুল আলম।

রিজওয়ানা হাসান বলেন, “সংস্কার কমিশনের এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানরা বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। এ জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের মেয়াদ আরো একমাস বাড়িয়ে দেওয়া হবে।”

বুধবার চার কমিশনের সুপারিশ জমা হয়েছে। বাকি দুটির সুপারিশমালা ৩১ জানুয়ারির মধ্যে জমা হয়ে যাবে বলে আশা প্রকাশন রিজওয়ানা হাসান। তবে তিনি এ-ও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতৈক্যের ভিত্তিতেই সুপারিশমালা বাস্তবায়নে হাত দেবে অন্তর্বর্তী সরকার।

“রাজনৈতিক দলগুলোর কিছু দাবি আছে, জনগণেরও কিছু দাবি আছে। উভয় পক্ষের কিছু যৌথ দাবি আছে। আমরা একমাসের মধ্যে একটা রোডম্যাপ তৈরি করতে সক্ষম হব বলে মনে করি।”