প্রতিবেশী দেশ ভারতে নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিইমোন (এইচএমপিভি) ভাইরাস শনাক্ত হওয়ায় দেশের সীমান্ত বৈধ রুটের মধ্যে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে আগাম সর্তকতা জারি করা হয়েছে। ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ‘‘সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে স্বাস্থ্যকর্মীরা পাসপোর্ট যাত্রীদের এইচএমপিভি ভাইরাসের লক্ষণ রয়েছে কিনা পরীক্ষা করছেন। তাদের তাপমাত্রা দেখা হচ্ছে।’’
‘‘জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা রয়েছে কিনা দেখা হচ্ছে। তবে, জেলায় এখনো কোনো এইচএমপিভি ভাইরাসের রোগী ধরা পড়েননি।’’ - যোগ করেন তিনি।
এ বিষয়ে পাসপোর্ট যাত্রীরা বলছেন, ভারতের ওপারে কোনো পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়নি। তবে, বাংলাদেশে পরীক্ষা করিয়ে তারা সন্তুষ্ট।
তবে, ভোমরা বন্দরে আমদানি পণ্যবাহী ট্রাকচালক ও হেলপারদের কোনো স্বাস্থ্য পরীক্ষা নেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তাদেরও পরীক্ষার আওতায় আনার দাবি সুশীল সমাজের।