ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে। তবে, মর্টার শেলটি বিস্ফোরিত না অবিস্ফোরিত অবস্থায় রয়েছে তা জানা যায়নি।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রাম থেকে মর্টার সেলটি উদ্ধার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গাছ লাগানোর জন্য মাটি খুঁড়লে মর্টার সেলটি পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’