আইন ও অপরাধ

ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া হিরু গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভাটারা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ভাটারা থানায় মামলা থাকায় তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানায়, হিরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থের যোগানদাতা। এছাড়াও ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লুটপাট করতেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। প্রযুক্তির সহযোগিতা নিয়ে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।