মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ী ভাষণে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে চরম সম্পদ, ক্ষমতা ও প্রভাবের অভিজাততন্ত্র বিকশিত হচ্ছে, যা আক্ষরিক অর্থে দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেন বাইডেন।
বাইডেন বলেছেন, “আজ, আমেরিকায় চরম সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের একটি অভিজাততন্ত্র বিকশিত হচ্ছে, যা আক্ষরিক অর্থেই আমাদের সমগ্র গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে এবং আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।”
সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে তিনি বলেন, “সামাজিক মাধ্যম সত্যের উপর মিথ্যা চাপিয়ে দিচ্ছে, ক্ষমতা ও মুনাফার জন্য।”
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল সম্ভাবনা দেখলেও এর বিপদ সম্পর্কে সতর্ক করেছেন বাইডেন।
তিনি জানিয়েছেন, এআই বিপুল সম্ভাবনা উপহার দিতে পারে। তবে এ ক্ষেত্রে প্রহরা না থাকলে তা নতুন হুমকির জন্ম দিতে পারে। তবে রূপান্তরমূলক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের ওপর নেতৃত্ব নিতে হবে।