বিনোদন

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’— এমন স্লোগান নিয়ে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উৎসবের ষষ্ঠ দিন। আজ সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হবে ভারতীয় সিনেমা ‘পদাতিক’। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।  

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’। সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করেছেন কোরক সামন্ত। সিনেমাটিতে অভিনয় করেছেন জিতু কমল।

গত বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও সনু নিগম।