চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে তিনি মুক্তি লাভ করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু এর সত্যতা নিশ্চিত করেছেন।
ইব্রাহিম রাজু জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন কে এম এনামুল হক। উচ্চ আদালত থেকে তার খালাস প্রাপ্তির রায় গতকাল (বুধবার) রাতে চট্টগ্রাম কারাগারে পৌঁছে। সবকিছু যাচাই করে এবং আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। এসময় কারাফটকে তার স্বজনরা উপস্থিত ছিলেন।