সারা বাংলা

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন এমএম ইউসুফ হোসেন। এর আগে তিনি ফরিদপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ হোসেনকে ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।