বিনোদন

নতুন চলচ্চিত্রে আরজু

নতুন চলচ্চিত্রে আরজু

এ সময়ের চিত্রনায়ক কায়েস আরজুর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এরই মধ্যে নতুন সিনেমায় নাম লেখালেন তিনি। ‘আজিরন’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন গীতালি হাসান। এতে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার প্রিয় মুখ সুমাইয়া অর্পা।

আশাবাদ ব্যক্ত করে কায়েস আরজু বলেন, “ভিন্নধর্মী গল্পে কাজ করার অনেক দিনের আগ্রহ। গল্পটি এক কথায় চমৎকার লেগেছে। আমি সবসময়ই ব্যতিক্রম ধাঁচের গল্পে কাজ করতে পছন্দ করি। এটি তেমনই এক গল্প। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।”

জিএস প্রোডাকশনের ব্যানারে রাশেদ রেহমানের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা করছেন নির্মাতা নিজেই। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর মনোরম লোকেশনে সিনেমাটির চিত্রায়নের কাজ চলবে। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে সিলেটে।

কায়েস আরজু ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন গোলাম কিবরিয়া তানভীর, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু), আদিত্য, আনন্দ প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন, ইমরান, কণা, আনিসা, ফজলুর রহমান বাবু ও শুভ খান।