খেলাধুলা

গ্র্যান্ডমাস্টার জিয়া পুত্রকে ১৫.৮ লাখ টাকা দিলো বিসিবি 

গ্র্যান্ডমাস্টার জিয়া পুত্রকে ১৫.৮ লাখ টাকা দিলো বিসিবি 

প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের তিনটি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তাহসিনকে ১৫ লাখ ৮০ হাজার টাকা দিচ্ছে ক্রিকেট বোর্ড। আজ সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। 

টুর্নামেন্ট তিনটি হলো— মন্টেগ্রোর পেত্রোভার্কে অনূর্ধ্ব-২০ জুনিয়র চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ ও হাঙ্গেরিতে গ্র্যান্ড মাস্টার ও ইন্টারন্যাশনাল মাস্টার ইভেন্টসে। 

বিবৃতিতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, “তাহসিন খুবই প্রতিভাবান দাবাড়ু। সে কিংবদন্তি বাবার পথ অনুসরণ করছে। যা দেখে ভালো লাগছে। আমরা তাকে সহযোগিতা করতে চাই। গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে তাহসিন এখন আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের জন্য খেলছে। তার এ যাত্রার অংশ হতে পেরে বিসিবি গর্বিত।”

“আমরা মনে করি, দাবা এবং আমাদের দেশের খেলাধুলায় অবদানের জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের এটিও একটি উপায়” -আরও যোগ করেন ফারুক।