আন্তর্জাতিক

ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করেছে আমিরাত

ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করেছে আমিরাত

ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সামরিক সরবরাহকারী থার্ডআই সিস্টেমস জানিয়েছে, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ-এর কাছে  এক কোটি ডলারে ৩০ শতাংশ শেয়ার বিক্রি করেছে। ১৫ মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলে সংযুক্ত আরব আমিরাতের বিরল সরকারি বিনিয়োগ বলে মঙ্গলবার জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি কোম্পানিটি সোমবার জানিয়েছে, থার্ডআই সিস্টেমসের সাথে মালিকানাধীন নতুন একটি যৌথ উদ্যোগে অতিরিক্ত এক কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে এজ। এই যৌথ উদ্যোগে তৃতীয় পক্ষ হিসেবে কে রয়েছে তা জানানো হয়নি। তবে ওই পক্ষ ৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।

প্রধান নির্বাহী লিওর সেগাল এক বিবৃতিতে জানিয়েছেন, এজ-এর বিনিয়োগ থার্ডআই সিস্টেমসকে নতুন বাজারে সম্প্রসারণে সহায়তা করবে।

এজ-এর সভাপতি রদ্রিগো টরেস জানিয়েছেন, এই চুক্তিটি পারস্পরিক লাভজনক এবং নতুন সিস্টেমের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যকলাপ ব্যাপক মাত্রায় শুরু হয়।