ফটো ফিচার

বইমেলা শুরু, এখনো চলছে সাজসজ্জা

বইমেলা শুরু, এখনো চলছে সাজসজ্জা

‘অমর একুশে বইমেলা’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বছরের মেলার প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা শুরু হলেও এখনো অনেক স্টলের সাজসজ্জা চলছে। মেলাপ্রাঙ্গণ থেকে ১ ফেব্রুয়ারি দুপুরে ছবি তুলেছেন লোকনাথ ঘোষ।

এবারের মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এর সংখ্যা ছিল ৬৩৫টি। 

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ৬০৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। 

মোট ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টিই থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে ১টি। 

০১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। 

ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। 

০১ ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।