সারা বাংলা

খুলছে দেবতাখুম ভ্রমণের দুয়ার

পাঁচ মাস পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটককেন্দ্রে খুলছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে এখানে ভ্রমণে থাকছে না কোনো বিধি-নিষেধ। তবে জেলার থানচি ও রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের গত ৪ ফেব্রুয়ারি স্মারকমূলে প্রেরিত পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে সব পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।”

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “মঙ্গলবার থেকে পর্যটনকেন্দ্র দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে। সাদা পোশাকেও সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।” 

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য দেবতাখুম খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

এর আগে, গত বছরের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবানে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রেখে বান্দরবান, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি চার উপজেলায় গত ৭ নভেম্বর থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন।