পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কাফি নিজে এই আবেদন করেন। সেই সঙ্গে কলাপাড়ায় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন তিনি।
প্রধান উপদেষ্টা বরাবর আবেদনে কাফি উল্লেখ করেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে সামনের সাড়িতে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা এবং পুড়ে যাওয়া ঘর পুনর্গঠনের কাজ শুরু করা না হলে তিনি একাই রাজপথে দাঁড়াবেন। প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘কাফির ঘর পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।’’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘‘কাফির আবেদন পেয়ে প্রধান উপদেষ্টা বরাবরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’’
এর আগে, বুধবার দুপুরে নিজের পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলনে জড়িতদের বিচার, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবি করেন নুরুজ্জামান কাফি। এ সময় তাকে বিমর্ষ মনে হচ্ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয় দুর্বত্তরা। অগ্নিকাণ্ডে বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি।