আন্তর্জাতিক

ভারতে সমরাস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ভারতে সমরাস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ভারতে সামরিক অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। 

পরে যৌথ বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, “২০২৫ সালের শুরুতেই ভারতে আমরা লাখ লাখ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াচ্ছি। আমরা ভারতে এফ৩৫ যুদ্ধবিমান বিক্রির দিকে এগোচ্ছি।” 

ট্রাম্প অবশ্য এফ৩৫ যুদ্ধবিমান বিক্রির নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।  

ট্রাম্প নতুন একটি জ্বালানি চুক্তির ঘোষণা দিয়েছেন। দুই দেশের বাণিজ্যচুক্তিকে ‘অপূর্ব’  ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “যার আওতায় দিল্লি যুক্তরাষ্ট্র থেকে আরো তেল-গ্যাস কিনবে, যেন দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসে।”

তিনি বলেন,“তারা আমাদের কাছ থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে যাচ্ছে। তাদের দরকার, আর আমাদের আছে।” 

তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও সেখানে শুল্কযুদ্ধ চলবে কি না, তা স্পষ্ট নয়।

শুল্ক সংক্রান্ত আলোচনায় মোদির প্রশংসা করে ট্রাম্প বলেছেন, “উনি আমার চেয়ে আরও কঠিন এবং ভাল মধ্যস্থতাকারী। এই নিয়ে (আমাদের মধ্যে) প্রতিযোগিতা চলতে পারে না।”

‘অপূর্ব’ বাণিজ্যচুক্তির রূপরেখা জানিয়ে ট্রাম্প বলেছেন, “আমরা (ভারত এবং আমেরিকা) ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্যপথ ধরে কাজ করতে সম্মত হয়েছি। এই বাণিজ্যপথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে, ইতালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে।”

ট্রাম্পের সঙ্গে দেখা করার আগে মোদি ইলন মাস্ক, তুলসী গ্যাবার্ড, বিবেক রামাস্বামী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজের সঙ্গে বৈঠক করেন।