সারা বাংলা

সুনামগঞ্জের এসপিকে প্রত্যাহার

সুনামগঞ্জের এসপিকে প্রত্যাহার

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খানকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টর্স থেকে পাঠানো আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টর্স ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম চিঠিতে সই করেন।

আরো পড়ুন: আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ‍“সুনামগঞ্জ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮/২/২০২৫ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো।”

এর আগে আ. ফ. ম. আনোয়ার হোসেন খান গত ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‍“আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব, বিএনপির সবচেয়ে বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।”

গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথোপকথনের সময় তাকে এই মন্তব্য করতে শোনা যায় ভিডিওতে।

ভিডিওতে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এক পর্যায়ে মাসুম আহমদকে গলা ধরে বের করে দিতে বলেন এসপি আ ফ ম আনোয়ার হোসেন খান। 

ওই ঘটনা প্রসঙ্গে পরবর্তীতে আ ফ ম আনোয়ার হোসেন খান বলেছিলেন, “ছেলেটা আমার সঙ্গে বেয়াদবি করেছে। তাও চেয়েছিলাম শান্ত থাকাতে, হয়তো পূর্নাঙ্গ ভিডিও দেখলে বিষয়টি বুঝতে পারতেন।”