সারা বাংলা

সংঘর্ষের পর থমথমে কুয়েট, ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের

সংঘর্ষের পর থমথমে কুয়েট, ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটক চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে ভেতরে রয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থী সূত্র জানায়, কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলার প্রতিবাদে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুদকে ব্যর্থতার দায় স্বীকার করতে বলা হয়। কিন্তু, দায় স্বীকার না করায় সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে তাকে লাঞ্ছিত করেন। এ সময় তিনি কিছুটা অসুস্থ বোধ করলে তাকে কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ‘১,২,৩,৪, ভিসি তুই গদি ছাড়’ বলে স্লোগান দেন।

এর আগে, গতকাল কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।

অপরদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, ‘‘কুয়েট এলাকায় অবস্থান মাহবুবের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে সংগঠনের কোনো বিষয় ছিল না।’’

এদিকে, কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।