সারা বাংলা

শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবিতে শেরপুরে সমাবেশ

শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবিতে শেরপুরে সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের নিউমার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে আবুল হাসনাত ডিয়ন বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করতে হবে। গত ১৫টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করিয়েছেন তিনি। যারাই গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে তার দোসররা।”

তিনি আরো বলেন, “শেখ হাসিনা ও তার দোসরদেরে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।”

এসময় শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হাসান, শেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম সীমান্ত, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান উপস্থিত ছিলেন।