বিনোদন

মা হচ্ছেন স্বাগতা, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি

মা হচ্ছেন স্বাগতা, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি

মা হতে যাচ্ছেন অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় সুখবরটি দিলেন অভিনেত্রী নিজেই। প্রথম সন্তান আগমনের খবরে দুই পরিবারের সবাই আনন্দিত বলেও জানান তিনি।

গণমাধ্যমে স্বাগতা বলেন, “এক বছর আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। যেহেতু আমাদের দুজনেই মোটামোটি বয়স হয়েছে। আমাদের একটা বাবু চাই। তবে খুশির সঙ্গে আমরা কিছুটা চিন্তিতও বটে। সৃষ্টিকর্তা যেন সবকিছু ঠিক করেন দেন।”

স্বাগত তার ফেসবুকে বেবি বাম্পের ছবিও প্রকাশ করেছেন। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন এই দম্পতি। এসব ছবি সেখানেই তোলা।

গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী লন্ডন প্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।

হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

বর্তমানের একটি টিভি চ্যানেলে ‘স্টার গসিপ’ নামে শো নিয়ে ব্যস্ত স্বাগতা। এছাড়া সম্প্রতি একটি জুস ও একটি পার্সেল কোম্পানির বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি।