ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া এলাকার নিশিনাথতলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূ রোজিনা বেগম দোলা (৩০) নিহত হয়েছে। এ সময় দোলার কোলে থাকা শিশু সন্তান মাওয়া (২) ও মোটরসাইকেল চালক স্বামী খালিদ হোসেন (৪৫) আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোলা শহরের ঝাউতলা মহিলা অধিদফতরের কার্যালয়ে প্রশিক্ষণ নেন। পরে শিশু কন্যা মাওয়া ও স্ত্রীকে নিয়ে খালিদ হোসেন মোটরসাইকেল যোগে নড়াইল পৌরসভার বিজয়পুরে বাড়ি ফিরছিলেন। নড়াইল শহরের নিশিনাথতলা এলাকায় একটি ভ্যান পাশ কাটাতে গিয়ে বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পড়ে যায়। এ সময় দোলা মাথায় আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতলে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দোলাকে মৃত ঘোষণা করেন। খালিদ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।