ক্যাম্পাস

শিবিরের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলা ও রগকাটার প্রচেষ্টা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের ডাস চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় ডাস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘রগকাটা রাজনীতি, চলবে না চলবে না’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে’, ‘সিলেটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “কেউ যদি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করতে চাই, তাহলে ছাত্রদল অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে সেভাবেই রুখে দাঁড়াবে।”

সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “কুয়েটের উপাচার্যের ওপর একদল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে হামলা করেছে।‌ আমি একজন শিক্ষার্থী হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ৫ আগস্টের ঐক্য বিনষ্ট করতে একটি গুপ্ত সংগঠন উঠে পড়ে লেগেছে।”

তিনি বলেন, “সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থী ফেসবুকে ৫ আগস্টের পরে গুপ্ত রাজনীতি বন্ধ করে প্রকাশ্যে রাজনীতি করতে পোস্ট দিয়েছিল। এরপর সেই শিক্ষার্থীকে হামলা করে শিবির। সেই শিক্ষার্থী হয়তো ভালোর জন্যই বলেছিল। কিন্তু শিবির তার উপর রগ কাটার মতো কর্মকাণ্ডের চেষ্টা চালিয়েছে।” 

তিনি আরও বলেন, “আপনারা একাত্তরের পরাজিত শক্তি হলেও আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পরে একাত্তরের জন্য ক্ষমা চেয়ে সুষ্ঠুধারার রাজনীতি করবেন। কিন্তু তা করেননি। আপনারা এখন সংগঠনের দোকান খুলে বসেছেন।”

সভাপতি বলেন, “গত জুলাই আন্দোলনে একটি ব্যানার নেতৃত্ব দিয়েছে। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল বীরত্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সেই ব্যানারের নেতৃত্ব এখন জাতীয় ফিগার হয়ে গিয়েছেন। লাগাম টেনে কথা বলুন। ৫ আগস্টের পরে আমরা ক্রেডিট নিতে যাইনি। আপনারাও ক্রেডিট নেবেন না।”