:: সংক্ষিপ্ত স্কোর :: পাকিস্তান: ২৪১/১০ (৪৯.৪ ওভারে) ভারত: ২৪৪/৪ (৪২.৩ ওভারে) ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। তাতে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত হয় তাদের। প্রথম ম্যাচে একই ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল তারা।
এদিন পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান করে। জবাবে কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান করে জয় নিশ্চিত করে ভারত।
কোহলি ১১১ বলে ৭টি চারে ১০০ রানে অপরাজিত থাকেন। শ্রেয়াস আয়ার ৫৬ ও শুভমান গিল করেন ৪৬ রান। ২০টি রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে।
শাহীন আফ্রিদি ৮ ওভারে ৭৪ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আবরার আহমেদ ও খুশদীল শাহ।
আয়ারের পর ফিরলেন হার্দিকও: শ্রেয়াস আয়ার ফিফটি করে ফেরার পর মাঠে নামেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। শাহীনের করা ৪০তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন হার্দিক। ৬ বলে ১ চারে ৮ রান আসে তার ব্যাট থেকে।
১১৪ রানের জুটি গড়ে ফিরলেন আয়ার: কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়ে আউট হয়েছেন শ্রেয়াস আয়ার দলীয় ২১৪ রানের মাথায় খুশদীল শাহর করা ওভারের পঞ্চম বলে আউট হন আয়ার। তার ক্যাচটি বাজপাখির মতো উড়ন্ত অবস্থায় লুফে নেন ইমাম-উল-হক। ৬৭ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে যান। দলকে নিয়ে যায় জয়ের কাছাকাছি।
কোহলি-আয়ারের শতরানের জুটিতে জয়ের সুবাস পাচ্ছে ভারত: তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের শতরানেন জুটি গড়েছেন। কোহলি ফিফটি তুলে ৮১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৪৯ রানে ব্যাট করছেন আয়ার। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ৩৬ ওভারে ২ উইকেটে তারা সংগ্রহ করেছে ২০০ রান। জিততে ৮৪ বলে প্রয়োজন ৪২ রান।
কোহলির ফিফটি, দেড়শ পেরিয়ে ভারত: ২৫ ওভারে ভারতের রান হয় ২ উইকেটে ১২৮। পরের ওভারের প্রথম বলে নাসিম শাহকে ডিপ কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ৪৭ থেকে ৫১ রানে পৌঁছান কোহলি। ৬২ বলে ৪টি চারে ওয়ানডে ক্যারিয়ারের ৭৪তম ফিফটি তুলে নেন কোহলি। তার ও আয়ারের ব্যাটে ভর করে ভারত ২৯ ওভারে দেড়শ রান পেরিয়ে যায়। ৩২ ওভার শেষে ভারতের রান এখন ২ উইকেটে ১৭৫। কোহলি ৬৫ ও আয়ার ৪১ রানে ব্যাট করছেন।
গিলকে ফিরিয়ে পাকিস্তানের স্বস্তি: রোহিত বিদায় নিলেও গিল বেশ মারমুখী ব্যাটিং করছিলেন। তার ও কোহলির ব্যাটে ১৭.১ ওভারেই শতরান পেরিয়ে যায় ভারত। তবে ভারতের রান ১০০ ছুঁতেই আউট হন গিল। ৫২ বলে ৭টি চারে ৪৬ রান করে তিনি বোল্ড হয়ে যান আবরার আহমেদের বলে। কোহলির সঙ্গে এসে যোগ দিয়েছেন শ্রেয়াস আয়ার। গিল ফেরার পর কোহলি হাত খুলে মারতে শুরু করেছেন।
গিলের দাপুটে ব্যাটিং ১০ ওভারে ভারত ৬৪/১: রোহিত শর্মা আউট হলেও দাপুটে ব্যাটিং করছেন শুভমান গিল। তার দাপুটে ব্যাটিংয়ে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে ভারত। গিল ৩৫ বলে ৭ চারে ৩৫ রানে ও কোহলি ১০ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন।
রোহিতকে ফেরালেন শাহীন: প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান তোলে ভারত। শাহীন আফ্রিদির করা ওই ওভারের শেষ বলে রোহিত আউট হন ব্যক্তিগত ২০ রানে। মাত্র ১৫ বলে ৩টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। এরপর শাহীনের ইয়র্কারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে যান রোহিত। শুভমান গিলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি।
২৪১ রানে অলআউট পাকিস্তান: টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানের সৌদ শাকিল সর্বোচ্চ ৬২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। আর ৩৮টি রান আসে খুশদীল শাহর ব্যাট থেকে। বাকিদের মধ্যে বাবর আজম ২৩, সালমান আগা ১৯ ও নাসিম শাহ ১৪ রান করেন।
বল হাতে ভারতের কুলদীপ যাদব ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩টি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া হরষিৎ রানা ১টি, অক্ষর প্যাটেল ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন।
প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। আর পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ৬০ রানে হেরেছে নিউ জিল্যান্ডের কাছে। আজ ভারত জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে। পাকিস্তান দাঁড়িয়ে যাবে খাদের কিনারায়। অন্যদিকে তারা জিতলে সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকবে।
পাকিস্তানের নবম উইকেটের পতন: ৪৯তম ওভারের শেষ বলে নবম উইকেট হারাল পাকিস্তান। মোহাম্মদ শামির করা বলটি হারিস রউফ ডিপ মিডউইকেটে ফ্লিক করে দুই রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন। ৭ বল খেলে ১ ছক্কায় ৮ রান করেন রউফ।
পাকিস্তানের অষ্টম উইকেটের পতন: ২২২ রানের মাথায় গিয়ে অষ্টম উেইকেট হারাল পাকিস্তান। কুলদীপের করা ৪৭তম ওভারের চতুর্থ বলে শট খেলতে যান নাসিম। কিন্তু আগে ব্যাট চালিয়ে বসেন। তাতে বল উঠে যায় উপরে। বিরাট কোহলি লং অন থেকে দৌড়ে এসে ক্যাচটি লুফে নেন কোহলি। যা ছিল তার ক্যারিয়ারের ১৫৭তম ক্যাচ এবং ভারতীয় হিসেবে সর্বোচ্চ।
২০০ রানের মাথায় কুলদীপের জোড়া আঘাত: ৪৩তম ওভারে ২০০ রানে পৌঁছায় পাকিস্তান। অবশ্য এরপর জোড়া উইকেট হারায় তারা। চতুর্থ বলে কুলদীপের বলে কাভার পয়েন্টে ক্যাচ দেন সালমান আগা। ২৪ বলে ১৯ রান করেন তিনি। পরের বলে নতুন ব্যাটসম্যান শাহীন আফ্রিদিকে এলবিডব্লিউ করেন কুলদীপ। গোল্ডেন ডাক মেরে ফিরেন এই পেসার। খুশদীল শাহর সঙ্গে যোগ দিয়েছেন নাসিম শাহ। শেষ পর্যন্ত পাকিস্তান কতোদূর যেতে পারে দেখার বিষয়।
১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান: ১৫১ রানে রিজওয়ান, ১৫৯ রানে ও ১৬৫ রানের মাথায় আউট হন তৈয়ব তাহির। মাত্র ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে। ১৬৫ রানের মাথায় তৈয়ব ব্যক্তিগত ৪ রানে বোল্ড হন রবীন্দ্র জাদেজার বলে। সালমান আগার সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন খুশদীল শাহ।
রিজওয়ানের পর ফিরলেন শাকিলও: দুই উইকেট হারানোর পর রিজওয়ান ও শাকিল দারুণ একটি জুটি গড়েন। তৃতীয় উইকেটে দলীয় সংগ্রহে তারা ১০৪ রান যোগ করেন। তাদের ব্যাটে ভালো কিছু স্বপ্ন দেখতে শুরু করেছিল পাকিস্তানের সমর্থকরা। কিন্তু অল্প ব্যবধানে দুজনই ফিরলেন সাজঘরে। ১৫১ রানের মাথায় রিজওয়ান ফেরার পর ১৫৯ রানের মাথায় ফিরেন শাকিল। হার্দিক পান্ডিয়ার বলে উড়িয়ে মারতে গিয়ে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন। ৭৬ বল খেলে ৫টি চারে ৬২ রান আসে শাকিলের ব্যাট থেকে। সালমানের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন তৈয়ব তাহির।
দেড়শর পরে ফিরলেন রিজওয়ান: ৪৭ রানে ইমাম-উল-হক আউট হওয়ার পর জুটি বাঁধেন রিজওয়ান ও সৌদ শাকিল। সেখান থেকে তারা দুজন ১০৪ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৫১ পর্যন্ত নিয়ে যান। এ যাত্রায় শাকিল তুলে নেন ফিফটি। রিজওয়ানও ছিলেন ফিফটির পথে। কিন্তু ব্যক্তিগত ৪৬ রানের মাথায় অক্ষর প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যান। ৭৭ বলে ৩টি চারে এই রান করেন রিজওয়ান। নতুন ব্যাটসম্যান হিসেবে শাকিলের সঙ্গে যোগ দিয়েছেন সালমান আলী আগা।
শাকিলের ফিফটি, পঞ্চাশের পথে রিজওয়ানও: ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন সৌদ শাকিল। ৬৩ বল খেলে ৪টি চারের ফিফটি করেন এই ব্যাটসম্যান। ফিফটির পথে আছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও। তিনি ৭১ বলে ৩ চারে ৪১ রানে অপরাজিত আছেন। ৩১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৩৭। তৃতীয় উইকেটে শাকিল ও রিজওয়ান ইতোমধ্যে ৯০ রান সংগ্রহ করেছেন। তাদের দুজনের ব্যাটে ভর করে পাকিস্তান কতোদূর যেতে পারে দেখার বিষয়।
..............................................................................................এইআই
শাকিল-২৯*, রিজওয়ান-২৪*
পাকিস্তান বাউন্ডারির দেখা পেল ৫৪ বল পরে। জাদেজাকে স্কয়ার লেগ দিয়ে সুইপ করে চার মারেন রিজওয়ান।
পাকিস্তান ২৩ ওভারে ৯০/২
শাকিল-২৬*, রিজওয়ান-১৮*
সবশেষ ৪৭ বলে বাউন্ডারি নেই পাকিস্তানের। শাকিল এবং রেজওয়ান দুজনই বেশ ধীরেসুস্থে খেলছেন।
পাকিস্তান ১৬ ওভারে ৭০/২
শাকিল-১৫*, রিজওয়ান-৯*
অক্ষরের বলে স্কুপ করে ৩২ বল পরে পাকিস্তানকে বাউন্ডারি এনে দিলেন শাকিল।
পাকিস্তান ১১ ওভারে ৫৫/২
শাকিল-৪*, রিজওয়ান-৫*
অক্ষরের সরাসরি থ্রোতে কাটা পড়লেন ইমাম
অক্ষর মিড অন থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙেন। ইমাম ডাইভ দিয়েও রানআউট থেকে বাঁচতে পারলেন না। অতিরকিত ডট খেলায় চাপে পড়ে এই সিঙ্গেল নিতে গিয়েছিলেন। বললে ভুল হবে না, পাকিস্তান দুই ওভারে দুই উইকেট উপহার দিল ভারতকে।
ইমাম-উল-হক রান আউট (পটেল) ১০ (২৬ বল ০টি চার ০টি ছক্কা) স্ট্রাইক রেট: ৩৮.৪৬
বাবরকে ফেরালেন হার্দিক
নিজের ওভারের প্রথম বলটা লেন্থে ফেলে আউটসুইং করতে চেয়েছিলেন হার্দিক। তবে হাত থেকে ছুটে সেটা ফুল লেন্থে পড়ায় কাভার ড্রাইভে চার মারেন বাবর। পরের বলটা লেন্থে পড়ে ইনসুইং করল। আবারও কাভার ড্রাইভ করতে চাইলেন বাবর। তবে বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে জমা পড়ে।
বাবর- ক্যাচ রাহুল, বল হার্দিক, ২৬ বলে ২৩, ৫টি চার, স্ট্রাইক রেট- ৮৮.৪৬
পাকিস্তান ৫ ওভারে ২৫/০
ইমাম-৯*, বাবর-১০*
রোহিতের টস ভাগ্য
ভারত ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে টানা ১২টি ম্যাচে টস হারেছে। এক দিনের ক্রিকেটে কোনো দলের টানা টস হারের বিশ্ব রেকর্ড এটি।
ভারত একাদশ: রোহিত শার্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ী একাদশটাই অপরিবর্তিত রেখেছে ভারত।
পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে পাকিস্তান
চির প্রতিদ্বন্দ্বীদের এই লড়াইয়ে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাক শিবিরে একটা পরিবর্তন। ফখর জামানের জায়গায় অনুমেয় ভাবেই একাদশে এসেছেন ইমাম উল হক।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে কাঙ্খিত ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-ভারত। দুবাইয় আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হচ্ছে এই মহারণ।