শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার গৌরব দে (২৫) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়াপরাণপুর গ্রামের রনি (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর শহর থেকে জামালপুর যাচ্ছিল একটি মাইক্রোবাস। অষ্টমীতলা মোড়ে পৌঁছালে মাইক্রোবাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে একটি মোটরসাইকেল এবং আরো একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই রনি মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।