সারা বাংলা

মুন্সীগঞ্জে হাসপাতালে অগ্নিকাণ্ড 

মুন্সীগঞ্জে হাসপাতালে অগ্নিকাণ্ড 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক বাতি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার একটি কক্ষে ঘটনাটি ঘটে। 

মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, “রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি টিম হাসপাতালে যায়। তারা পৌঁছানোর আগেই হাসপাতালে থাকা নির্বাপন সরঞ্জাম দিয়ে আগুন নিভিয়ে ফেলেন সেখানে উপস্থিত ব্যক্তিরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জরুল আলম বলেন, “এ ঘটনায় কেউ আহত হননি। বড় দুর্ঘটনা ঘটার আগেই রোগীর স্বজনরা আগুন নিভিয়ে ফেলেন।”