সারা বাংলা

নিজেকে কারাগারে পাঠানোর আর্জি জামায়াত আমিরের

নিজেকে কারাগারে পাঠানোর আর্জি জামায়াত আমিরের

আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় যোগ দিয়ে তিনি এই আর্জি জানান।

ডা. শফিকুর রহমান জানান, ‍পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি। জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়ে এখনো কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর দাবি জানান তিনি।