রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে ১০টি রিসোর্টে আগুন লেগেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিকেলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, এখনো পর্যন্ত আগুনে নিয়ন্ত্রণে আসেনি। খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং খাগড়াছড়ির দীঘিনালা থেকে একটি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাঙামাটি থেকে আরো একটি ইউনিট পথে রয়েছে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের ইউনিট আসলেও সমস্যা হচ্ছে পানি নেই। সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, এখনো কতটা পুড়েছে সেটা সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, কতগুলো রিসোর্ট পুড়ে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, অনেক রিসোর্টে আগুন লেগেছে।
চাঁদের বাড়ি রিসোর্টের মালিক ইমরান জানান, এখন পর্যন্ত আগুন ১০টি রিসোর্টে লাগার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সেগুলো হলো-ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক ও মনটানা।
অবকাশ রিসোর্টের স্বত্বাধিকারী দেলোয়ার বলেন, “আগুনে নিয়ন্ত্রণ আসেনি। এখন পর্যন্ত অনেক রিসোর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে।”
ইউএনও শিরিন আকতার জানান, আজ দুপুরের দিকে একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।