কবি সাজেদুর আবেদীন শান্ত’র তৃতীয় কবিতার বই ‘ঈশ্বর ও হেমলক’ প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করছে উন্মেষ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আর করিম। এ কবিতার বইয়ে প্রকাশ পেয়েছে প্রেম, পরিণতি, বিরহ ও হতাশার নানা রূপ। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
বইটি সম্পর্কে সাজেদুর আবেদীন শান্ত বলেন, ‘‘গত দুটি বইয়ে ভালো সাড়া পেয়েছিলাম। অনেকে বই দুটি পড়ে আলোচনা করেছেন। সেই সাহস নিয়ে তৃতীয় বই করা। আশা করি এটিও পাঠকনন্দিত হবে।’
সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, সম্পাদক ও গণমাধ্যমকর্মী। শৈশবে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। বর্তমানে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, ফিচার ও কলাম লেখেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ (২০২১) ও ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’ (২০২২)। এছাড়া তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’। তিনি ফিচার সাংবাদিকতায় অবদানের জন্য ২০২২ সালে ‘প্রভাতের আলো তরুণ সংঘ সম্মাননা’ লাভ করেন।
‘ঈশ্বর ও হেমলক’ সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করতে পারেন উন্মেষের ‘০১৯৯৫৫৩৩৩৪১; এই নম্বারে।