সারা বাংলা

র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি করতো সবুজ

র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি করতো সবুজ

র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি করা সবুজ মিয়া ওরফে শ্যামল‌কে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ছোট গৌরিচন্না গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সবুজ মিয়া ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভাবখালি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিধান করে ছদ্মবেশ ধারণ করে ডাকাতি করার অপরাধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘সবুজ আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করতো। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পালিয়ে অবস্থান করতো। এ ছাড়াও নাম পরিবর্তন করে গা-ঢাকা দিয়ে থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠিয়ে সবুজের রিমান্ড চাওয়া হবে।’’