বিনোদন

‘ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে’

শিহাব শাহীন নির্মিত নতুন সিনেমা ‘দাগি’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। টানা ২ মাস ৫ দিন শুটিং শেষে ক্যামেরা বন্ধ করলেন নির্মাতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র‍্যাপ আপ’। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকি কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলেন, ‘র‍্যাপ আপ’!

এরপর নিশো মজা করে বলেন, “সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!”

গত বছরের ডিসেম্বর মাসে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমায় আফরান নিশো-তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘দাগি’ সিনেমা।