ফাগুনের মলাট

বইমেলায় রিদওয়ান আক্রামের ‘ম্যাওয়ের কত সাহস’

বইমেলায় রিদওয়ান আক্রামের ‘ম্যাওয়ের কত সাহস’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রিদওয়ান আক্রাম-এর গল্প সংকলন 'ম্যাওয়ের কত সাহস'। বইটি প্রকাশ করেছে শৈশব প্রকাশ।

ম্যাও কী করে জানল চুরি করে পাওয়ার চেয়ে পুরস্কার পাওয়া আনন্দের, জানতে চাও? ওদিকে পলাশপুরে পলাশপুর এলিয়েন এসে কী যন্ত্র ফেলে গেল-তাও তো দেখা দরকার! এই ফাঁকে নিশ্চয় খবর নিতে হবে, দত্তদের পুকুরে তলা থেকে যে আলোটা আসছে, তা আসলে কিসের আলো?

এসবের উত্তর পাওয়া যাবে ৫টি গল্পের সংকলন ‘ম্যাওয়ের কত সাহস’ বইটিতে।

বইটের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মিল্টন সরকার। বইয়ের মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার ৮৩৮ ও ৮৩৯ নম্বর স্টলে।

লেখক রিদওয়ান আক্রাম- এর জন্ম ১৯৮০ সালের ২ জুন। ইতিহাসে স্নাতক সম্পন্ন করেছেন। ভালোবাসেন ইতিহাস নিয়ে লিখতে। তার ইতিহাসের বইয়ের সংখ্যা ৭টি। সেসবের মধ্যে দুইটি যৌথ। রিদওয়ান আক্রাম-এর কাজের একটা বড় অংশ জুড়ে রয়েছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য। এছাড়াও আনন্দ পান ছোটদের জন্য লিখতে। এরই মধ্যে ছোটদের জন্য প্রকাশিত হয়েছে তার ৪টি বই। তিনি পেশায় সাংবাদিক। কাজ করছেন দৈনিক কালের কণ্ঠে।