ফাগুনের মলাট

বইমেলায় ‘ভূতের উপহার’

বইমেলায় ‘ভূতের উপহার’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সারমিন ইসলাম রত্নার কিশোরগ্রন্থ ‘ভূতের উপহার’।

ভূতের গল্প কত বিচিত্র ও আনন্দদায়ক হতে পারে। ভূতের গল্প আমাদের ভাবনাকেও পরিবর্তন করতে পারে। ‘ভূতের উপহার’ বইতে মোট ৫টি গল্প রয়েছে। ভূতের পুকুর, ভূতুড়ে মাঠ ইত্যাদি। পাতায় পাতায় রয়েছে রঙিন অলঙ্করণ।

ভূতের উপহার লেখক: সারমিন ইসলাম রত্না ধরন: শিশু-কিশোর উপযোগী ভৌতিক গল্প  প্রচ্ছদ ও অলঙ্করণ: সোহেল আশরাফ প্রকাশনী: শিশুগ্রন্থ কুটির স্টল নম্বর: ৮৪৬।

এছাড়াও লেখকের আরেকটি বই প্রকাশিত হয়েছে ‘রং তুলিতে ছুটির দিন’। কিশোরদের আবেগ, অনুভূতি, চাওয়া-পাওয়া ও তাদের ভাবনা নিয়ে গল্পগুলো রচিত হয়েছে। বইতে মোট আটটি গল্প রয়েছে। ছোটরাও ভুল ধরতে পারে, বৃষ্টিমাখা ইচ্ছেগুলো, শহর ছেড়ে শান্তপুর ইত্যাদি।

রং তুলিতে ছুটির দিন লেখক: সারমিন ইসলাম রত্না  ধরন: মনস্তাত্ত্বিক কিশোর গল্প প্রচ্ছদ ও অলঙ্করণ: নিসা মাহজাবীন  প্রকাশনী: শিশুবেলা স্টল নম্বর: ৯৫৩।