সারা বাংলা

বগুড়ায় র‌্যাব প‌রিচয়ে শিক্ষার্থী‌কে অপহরণ, গ্রেপ্তার এক

বগুড়ার জহুরুলনগ‌রের এক‌টি মেস থে‌কে শিক্ষার্থী‌কে র‌্যাব প‌রিচ‌য়ে অপহর‌ণ ঘটনার হোতা মুকুল হো‌সেনকে‌ গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব।

বৃহস্প‌তিবার দিবাগত রাত সা‌ড়ে ১২টায় র‌্যাব-৬ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে নড়াইলের তারাপুর এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রা হয়। বৃহস্প‌তিবার রা‌তে র‌্যা‌বের পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে বিষয়‌টি জানা‌নো হয়।

মুকুল গাইবান্ধ‌ার গো‌বিন্দগঞ্জ উপ‌জেলার বকচর গ্রা‌মের মোকবুল হো‌সেনের ছে‌লে।

এর আগে বছ‌রের ১৪ ডিসেম্বর রাত ২টায় বগুড়া শহরের জহুরুল নগর এলাকার ম‌দিনা মস‌জিদ সংলগ্ন এক‌টি মেস থে‌কে ফেরদাউস সরকার না‌মের এক শিক্ষার্থী‌কে র‌্যাব প‌রিচ‌য়ে সংবদ্ধ চক্র অপহরণ ক‌রে নি‌য়ে যায়। প‌রে ফেরদাউসের স্ত্রীর হোয়াটসআপ নম্বরে ৭ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি করা হয়। প‌রে ওই দিনই তার স্ত্রী সদর থানায় এক‌টি অপহরণ মামল‌া ক‌রেন।

পরেরদিন মুক্তিপণের টাকা নিতে গিয়ে নারায়ণগঞ্জ থানা বন্দর এলাকা থে‌কে পুলিশের কাছে আটক হন দুই নারী। দুই নারী আট‌কের বিষয়টি জানতে পেরে অপহরণকারীরা ফেরদৌসকে নরসিংদীর মাধবদী থানা এলাকায় হাত পা বাধা অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে ওই থানা পুলিশ ফেরদৌসকে আহত অবস্থায় উদ্ধার করে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের সি‌নিয়র সহকা‌রী পু‌লিশ সুপার উসমান গ‌নি স্বাক্ষ‌রিত সংবাদ ব্রিফিংয়ে উল্লেখ করা হ‌য়ে‌ছে, মুকুলকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।